স্মরণ: কিংবদন্তি ফিরোজা বেগম
নজরুলসংগীতকে এক বিশেষ মাত্রায় যিনি নিয়ে গেছেন কণ্ঠমাধুর্যের মায়াময় সুরে, তিনি ফিরোজা বেগম। এ ক্ষেত্রে তিনি ভারত উপমহাদেশে অদ্বিতীয়। আজ তার মৃত্যুবার্ষিকী। তাকে নজরুলসংগীত সম্রাজ্ঞীও বলা হয়। এই শিল্পীর ৮৪ বছরের কিংবদন্তি জীবনের অবসান ঘটে ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর। শুধু নজরুলসংগীতেই…